1. sm.khakon@gmail.com : bkantho :
বানিয়াচংয়ে বৃদ্ধার লাশ উদ্ধার - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৪৮ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে বৃদ্ধার লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
  • রবিবার, ৭ মে, ২০২৩
  • ২০ বার পড়া হয়েছে
জামালপুরের মেলান্দহে গৃহবধূ'র মৃতদেহ উদ্ধার

হবিগঞ্জের বানিয়াচংয়ে আনুয়ারা বেগম (৭০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ভোর ৫টায় পুলিশ লাশ উদ্ধার করে। এর আগে শনিবার রাত ৩টার দিকে ঘরের পাশের গাছতলায় তার লাশ দেখতে পায় পরিবারের লোক ও প্রতিবেশীরা।

আনুয়ারা বেগম বানিয়াচং উপজেলার ১ নম্বর ইউপির মজলিশপুর মহল্লার মরহুম তাজ্জুল খার স্ত্রী।

এলাকাবাসী ও বানিয়াচং থানা পুলিশ সূত্রে জানা গেছে, আনুয়ারা বেগম ২০ বছর আগে স্বামী হারিয়ে বিধবা হন। তার এক ছেলেসহ হামিদ খা ও চার মেয়ে সন্তান থাকলেও স্বামীর মৃত্যুর পর থেকে অন্যের বাড়িতে কাজ করে তিনি সংসার চালাতেন। একই ঘরে ছেলের পরিবারসহ বসবাস করতেন তিনি।

মেয়ের জামাই ও প্রতিবেশী জাহেদ মিয়া জানান, শনিবার রাত ৩টার দিকে হামিদের চিৎকারে ঘুম থেকে উঠে ঘরের পাশের গাছতলায় আমরা তার লাশ দেখতে পাই। এ সময় তার মাথায় আঘাত ও রক্ত দেখতে পাই। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মাধ্যমে থানায় খবর দিলে আজ রোববার ভোর ৫টায় পুলিশ লাশ উদ্ধার করেন।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ভোরে লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মাথায় রক্তাক্ত জখম রয়েছে। দ্রুত সময়ের মধ্যে মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD