লন্ডন মেয়র সাদিক খান বলেছেন ব্রিটেনের এই বহুজাতিক সমাজে কেউ হিন্দু, কেউ বৌদ্ধ ,কেউ শিখ, কেউ খৃষ্টান , কেউ মুসলিম,আর কেউবা জৈন আমরা যে ধর্মেই বিশ্বাস করিনা কেন আমাদের সকলের পরিচয় আমরা লন্ডনার। এখানে বর্ণবৈষম্য ও সাম্প্রদায়িকতার কোন স্থান নেই।
আমি লন্ডন মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে প্রতি বছর ট্রাফলগার স্কয়ারে দিওয়ালী, বড়দিন,ঈদ সহ প্রতিটি ধর্মের ধর্মীয় অনুষ্টান উৎযাপন করে আসছি। ২৯মে শনিবার লন্ডন ট্রাফলগার স্কয়ারে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘‘ঈদ পূনর্মিলনী ‘‘ ঈদ ইন দি স্কয়ার অনুষ্টানে একথা বলেন। তিনি বলেন ধর্মীয় বিশ্বাস অন্তরে, উৎসব আনন্দ সকলের।
তিনি বলেন আমি একজন মুসলমান হিসেবে নিজকে ভাগ্যবান মনে করি। ইসলাম আমাদের ভাতৃত্ববোধ ও সৌহাদ্রের শিক্ষা দেয়। আমাদের প্রীয় নবী হযরত মুহম্মদ (সঃ) বলেছন ধর্মীয় উৎসব বিশেষ করে ঈদ আনন্দ প্রতিবেশী সহ সকলের সাথে ভাগাভাগি করে পালন কর।
মেয়রের এই ঈদ অনুষ্টানে লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে নারী পুরুষ শিশু সহ সকল ধর্মের শত শত মানুষ অংশ নেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply