শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাচায় প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) সকালে কমিউনিটি ক্লিনিকের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে ২৩তম কমিউনিটি ক্লিনিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেডিকেল টেকনোলোজিস্ট (ইপিআই) সৈয়দ তোহায়ার পরিচালনায় এবং উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, বিশিষ্ট সমাজসেবক নিক্সন চৌধুরী, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আরএমও চম্পক কিশোর সাহা সুমন। এছাড়াও হাসপাতালেল চিকিকৎসক, স্টাফ ও নার্সরা এতে উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply