লাখাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে।
এতে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার উপজেলার লক্ষিপুর এঘটনা ঘটে।
খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্হলে পৌছে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনে।
এতে লক্ষীপুর গ্রামের জহিরুল ইসলাম (৩০) নিহত হয়, জহিরুল ওই গ্রামের আবু সিদ্দিকের পুত্র।
এ ঘটনায় হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানা ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান, সুরতহাল তৈরী করে মরদেহ মর্গে প্রেরন করা হয়েছে, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
Leave a Reply