রাজধানীর চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশে একটি পাঁচতলা ভবনের সিরামিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল পৌনে ১১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশে একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় সিরামিক গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। পরে দুপুর ১২টার পরপরই আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply