হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জেরধরে দু’পক্ষের সংঘর্ষে ১জন নিহতসহ ২০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের কুশিয়ারতলা গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, কুশিয়ারতলা গ্রামের কাছুম আলী ও মক্রমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আজমান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জেরধরে শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হন। পরে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসময় গুরুতর আহত গলায় ফিকল বিধা অবস্থায় কুশিয়ারতলা গ্রামের ধলাই মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম (৩৫)কে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এছাড়াও সংঘর্ষে আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যান্য আহতদের সদর হাসপাতালে ভর্তিকরা হয়েছে।
এব্যাপারে বানিয়াচং থানার অফিসার্স ইনচার্জ অজয় চন্দ্র দেব বলেন পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply