1. sm.khakon@gmail.com : bkantho :
রাজধানীর বঙ্গবাজার অগ্নিকাণ্ড: লাখাইয়ের এক ব্যাবসায়ীর ৬ দোকান পুড়ে ছাঁই - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ অপরাহ্ন

রাজধানীর বঙ্গবাজার অগ্নিকাণ্ড: লাখাইয়ের এক ব্যাবসায়ীর ৬ দোকান পুড়ে ছাঁই

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ)
  • বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৭৮ বার পড়া হয়েছে
রাজধানীর বঙ্গবাজার অগ্নিকাণ্ড: লাখাইয়ের এক ব্যাবসায়ীর ৬ দোকান পুড়ে ছাঁই
রাজধানী ঢাকার বঙ্গবাজার অগ্নিকাণ্ডের ঘটনায় লাখাই উপজেলার সিংহ গ্রামের মফিজুল নামে এক ব্যবসায়ীর ৬টি দোকান পুড়ে ছাঁই হয়েছে বলে খবর পাওয়া গেছে, মঙ্গলবার এ অগ্নিকান্ডের ঘটনাঘটেছে বলে জানাগেছে, ৩ কোট কোটি টাকারও বেশি মূল্যের মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন এ ব্যাবসায়ী,
গণমাধ্যমকর্মীদের দেয়া সাক্ষাৎকারে ব্যবসায়ী মফিজুল জানান, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সকাল ছয়টায় আমি খবর পেয়েছি সকাল ৯টায়, ওই এলাকার এক পথচারী আমাকে ফোন দিয়ে বলে মফিজ ভাই আপনার দোকানে আগুন লেগছে, পরে আমি খবর পেয়ে মগবাজার এলকার ২০/৩০ জন লোকসহ ছুটে যাই ঘটনাস্থলে, ৬টি দোকানের মধ্যে দুইটি দোকানের কিছু মালামাল বের করলেও চারটি দোকানের মালামাল বের করতে পারি নাই, যদি আগুন লাগার সাথে সাথে খবর পেতাম, তাহলে এর চেয়ে বেশি মালামাল উদ্ধার করতে পারতাম।
করোনাকালীন সময়ে প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা লোকসান হয়েছে,  ইদানিং ব্যবসা জমে উঠেছিল, গত ১সপ্তাহ আগে আমি ১কোটি ৪২ লক্ষ টাকার মালামাল ক্রয় করেছিলাম, এছাড়াও স্ট্রকে ছিল ১ কোটি টাকার বেশি মূলের মালামাল, সর্বমোট প্রায় ৩কোটি টাকারও বেশি মূলের মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে, গত সোমবার আমার দোকানে ৭ লাখ টাকা বিক্রি হয়েছিল, তবে রমজানে দৈনিক ৭ থেকে ৮ লক্ষ টাকার মালামাল বিক্রি হতো, বাংকে অনেক টাকার রেইন আছে।
ব্যবসায়ীর এক ভাতিজা বলেন, দোকানে যা ছিল সব পুড়ে ছাঁই হয়েগেছ৷, চাচা ৩০বছরে যা কামাই করেছে তা সব শেষ হয়ে গেলো চোখের সামনে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD