হবিগঞ্জের বানিয়াচংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড করা হয়েছে। রবিবার (২এপ্রিল) বিকালে বানিয়াচং উপজেলা সদরের বড়বাজার ও নতুনবাজারে সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হাসান এই অভিযান পরিচালনা করেন।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রয়ের দায়ে স্থানীয় বড়বাজারের রিপন খানের মালিকানাধীন রান্নাঘর রেস্টুরেন্টকে ৫ হাজার ও জন্টু দেবের মালিকানাধীন জয়গুরু মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা অর্খদন্ড করা হয়।
পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধে বাজার মনিটরিং করা এবং ক্ষতিকার রাসায়নিক পদার্থ কার্বাইড দিয়ে যাতে কলা পাকানো না হয় সে লক্ষ্যে কলার আড়তদারকে সতর্ক করেন।
সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হাসান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী ও মিষ্টি তৈরির দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply