উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকেঃ ফুল মিয়া চৌধুরী (৫২) মৃত্যুর খবর শুনে বড় বোন রিজিয়া বেগম চোধুরী (৫৬) হঠাৎ অসুস্থ্ হয়ে হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, বাড়ির পাশে জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন বাড়িতে এসে হঠাৎ চটপট করতে থাকেন মোঃ ফুল মিয়া চোধুরী দ্রুত থাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ ফুল মিয়া চৌধুরীর মৃত্যু বলে জানান । ১৯ ফেব্রুয়ারী শনিবার দুপুর সোয়া একটার দিকে ফুল মিয়া নবীগঞ্জ সদর ইউনিয়নের বড় আলী পুর গ্রামের বাড়িতে মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা ও ১ ছেলে রেখে গেছেন।
অপরদিকে ভাই মোঃ ফুল মিয়া চৌধুরীর মৃত্যুর খবর শুনে তার আপন বড় বোন রিজিয়া বেগম চৌধুরী হঠাৎ অসুস্থ্য হয়ে পরেন। তাৎক্ষনিক তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
একই পরিবারে ভাই বোনের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
Leave a Reply