1. sm.khakon@gmail.com : bkantho :
নারী নেত্রী রেবেকা ইসলামের চেষ্টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুমতি দিল যুক্তরাষ্ট্রের মিশিগান সিটি অব ওয়ারেন কাউন্সিল  - বাংলা কণ্ঠ নিউজ
June 5, 2023, 8:22 pm

নারী নেত্রী রেবেকা ইসলামের চেষ্টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুমতি দিল যুক্তরাষ্ট্রের মিশিগান সিটি অব ওয়ারেন কাউন্সিল 

Reporter Name
  • রবিবার, ফেব্রুয়ারি ২০, ২০২২
  • 0 Post View

রফিকুল হাসান চৌধুরী তুহিন, মিশিগান (যুক্তরাষ্ট্র)থেকে || আমি আমার প্রিয় মাতৃভূমি আর মায়ের ভাষাকে বাংলার গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে দিতে চাই |

আমার মেধা, প্রজ্ঞা, মনন, ক্ষেত্র, সুযে|গ আর সাহসকে কাজে লাগিয়ে সালাম, রফিক, জব্বারের মতো আত্মত্যাগকারী নাম না জানা বীর শহীদদের বিশ্ব দরবারে পরিচিত করে ‘আ- মরি বাংলা ভাষা আর বাঙালি জাতির বীরত্ব’ ইতিহাসে স্থান দেয়ার লক্ষ্য নিয়েই আমার আজকের এই পথচলা. সেই সাথে আজকের এই বিরল প্রাপ্তি ‘এওয়ার্ড’ এবং মিশিগানের ওয়ারেন সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা পালনের স্বীকৃতি প্রদান, শুধু মিশিগান তথা যুক্তরাষ্ট্র নয়, বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাঙালি আর রাষ্ট্রের জন্য একটি আনন্দ ও গর্বের বিষয় |

বাংলা ভাষার মর্যাদা, আন্তজাতিক মাতৃভাষা পালনের স্বীকৃতি পত্র ও তৎসংশ্লিষ্ট এওয়ার্ড তুলে দেয়া উপলক্ষ্যে মিশিগান সিটি অব হেমট্রামিক কাউন্সিল অফিসে আযোজিত এক অনুষ্ঠানে এবং পরবর্তীতে এ প্রতিবেদককে দেয়া এক সাক্ষাৎকারে আনন্দে আত্মহারা হয়ে উৎফুল্লচিত্তে এই কথা গুলো বলছিলেন, মিশিগানে বসবাসরত বাংলাদেশী বংশোভূত সিটিজেন ও নারী আণ্দোলনের অন্যতম পুরোধা, ও কমিউনিটি এক্টিভিজ হিসেবে সর্বত্র পরিচিত উদীয়মান নারী নেত্রী রেবেকা ইসলাম |

আওয়ামীলীগ সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপক তৎপরতায় জাতিসংঘ কতৃক স্বীকৃতিপ্রাপ্ত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলা’ বিগত ৯৯’ সালের ২১ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সহ বিশ্বের সর্বত্র নানাভাবে পালিত হচ্ছে | তবে অনুমতি না থাকায় যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এই দিবস আনুষ্ঠানিক পালন করতে পারছিল না এখানকার প্রবাসী বাংলাদেশী সহ অন্যান্য দেশীয় নাগরিকরা |

এমতাবস্থায় সংশ্লিষ্ট রাজ্যের স্টার্লিং হাইটের বাসিন্দা নারী আণ্দোলনের নেত্রী রেবেকা ইসলাম তার ঘনিষ্ট সহকর্মী শিমা খান সহ আরো কয়েক নারীকে নিয়ে বাংলা ভাষা আর বাঙালিদের মর্যাদা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের অনুমতি পেতে সিটি অব ওয়ারেন অফিসে দৌড়ঝাঁপ শুরু করেন |

শুরু হয় এ নিয়ে তথ্য প্রমান ও তৎসিংশ্লিষ্ট অন্যান্য পত্র চালাচালি | এরই প্রেক্ষিতে সংশ্লিষ্ট সিটি কাউন্সিল অফিস থেকে পত্র মারফত রেবেকা ইসলামকে তার ভাবনা ও দীর্ঘ প্রত্যাশার ফসল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আনুষ্ঠানিক স্বীকৃতির সিদ্ধান্ত পাশ ও তাকে এওয়ার্ড প্রদানের বিষয়টি অবহিত করা হয় | এরই প্রেক্ষিতে আজ ১৮ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় সংশ্লিষ্ট অফিসে আযোজিত এক অনুষ্ঠানে মেয়র জেমস ফুটস রেবেকা ইসলাম ও তার সহায়তাকারী বাংলাদেশী বংশোভূত নারী সীমা বেগমের হাতে তুলে দেন উক্ত দিবস পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি পত্র |

সেই সাথে এই বিরল কাজটি করার জন্য রেবেকা ইসলামের দক্ষতা প্রচেষ্টা ও সাহসের ভূয়সী প্রশংসা করে মেয়র জেমস ফুটস তাকে এওয়ার্ডে ভূষিত করেন | এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,সংশ্লিষ্ট অফিসের এমেন্ডা মিকা হেলপড,সংশ্লিষ্ট দিবস পালনের অনুমতি পাওয়ার ক্ষেত্রে রেবেকার অন্যতম সহায়তাকারী ওয়ারেন সিটি কাউন্সিল অফিসের কালচারাল অফিসার সীমা বেগম | এছাড়াও উপস্থিত ছিলেন,দুই বাংলাদেশী নারী সেলিনা খান ও মুনা আহমেদ |

বলাবাহুল্য, বাংলা আমার, সালাম, রফিক, জব্বার আর মায়ের ভাষা নিয়ে স্বীকৃতিপ্রাপ্ত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আর মাত্র হাতে গোনা কয়েক দিন বাকি, আসছে ২১ ফেব্রুয়ারি | প্রতি বছরের ন্যায় বাংলাদেশ সহ সারা বিশ্বের মতো এবার যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রথমবারের মতো পালিত হবে এই দিবসটি | এমন স্বীকৃতি ও আনন্দে আত্মহারা এখন এই মিশিগানের প্রবাসী বাংলাদেশিরা |

সেই সাথে এহেন বিরল প্রাপ্তিকে শুধু প্রবাসী বাংলাদেশিরা নয়, যুক্তরাষ্ট্র, ইয়েমেনি, ইন্ডিয়ান এমনকি পাকিস্তানিরাও স্বাগত জানিয়ে একে বাঙালি ও বাংলা ভাষার ঐতিহাসিক বিজয় বলে আখ্যায়িত করেছেন | উল্লেখ্য, এই রেবেকা ইসলামের চেষ্টার কারণেই সম্প্রতি মিশিগানে ‘হিজাব দিবস’ পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে বাধ্য হয় এখানকার সংশ্লিষ্ট কতৃপক্ষ. # সংবাদদাতা,মিশিগান,যুক্তরাষ্ট্র থেকে |

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD