ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মহিলা ডিগ্রী কলেজে নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এবাদুল করিম বুলবুল এমপি বলেন, শুধু সার্টিফিকেট ধারী শিক্ষিত নয় বিজ্ঞানভিত্তিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।
শনিবার (১৮/০৩/২৩) সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে মহিলা কলেজের বার্ষিক ক্রাড়ী প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
এ সময় আরো বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা পরিষদ সদস্য নাছির উদ্দিন, নবীনগর উপজেলা নির্বাহি কর্মকর্তা( ইউএনও) একরামুল ছিদ্দিক, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান।
এতে আরো উপস্থিত ছিলেন নবীনগর থানার অফিসার ইনচার্জ সাইফুল আনোয়ার,নবীনগর সরকারি কলেজের সাবেক জিএস সাইফুর রহমান সোহেল, নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক প্রাণয় কুমার ভদ্র পিন্টু, নবীনগর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম মারুফুর রহমান, উপজেলা যুব লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ কয়েছ আহম্মেদ, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক সঞ্জয় শীল মডেল প্রাসক্লাবের সভাপতি আবু কাউছারসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply