সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতিয় শিশু দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দেয়া ও ব্যানার লাগানোকে কেন্দ্র করে স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মমিন মন্ডল এবং সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেগম আশানুর বিশ্বাসের সমর্থকদের মধ্যে সংঘর্স বাধলে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। আহতদের বেলকুচি সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, সকাল সারে ৭টার দিকে জাতির পিতার জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্থানীয় এমপি ও দলীয় নেতা কর্মীরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলে দেয়া ও ব্যানার লাগানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায় সংঘর্সে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।
আমরা আইনশৃখলা বাহিনি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসি। উভয় গ্রুপকেই দলীয় কার্যালয় থেকে সরিয়ে দেই। এখন পরিস্থিতি স্বাভাবিক। অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
Leave a Reply