জামালপুরের মেলান্দহে ১৭জন কৃষকের খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতকারী । এতে কৃষকদের প্রায় ৪ লক্ষ টাকার গু-খাদ্যর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার দিবাগত রাতে (৯মার্চ ) রাত ২ টার দিকে উপজেলার ১০নং ঝাউগড়া ইউনিয়নের পশ্চিম ঝাউগড়া, পইরবাড়ি নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক ফয়জুল,, হুরমুছ আলি, হরুন, জহুরুল ইসলাম (কাতু)গংদের ।
ভুক্তভোগীরা জানান, শুক্রবার রাত ২ টার দিকে আমাদের বসত বাড়ি কাছাকাছি খড়ের পালায় পশ্চিম ঝাউগড়া তারা কসাই ছেলে সিয়াম আগুন দেয়। আগুন দেখে পাশের বাড়ি মরজিনা ডাক চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ২/৩ পালা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয়, মাতাব্বরগন দুঃখ প্রকাশ করে বলেন, গরুর খাদ্য পুড়িয়ে যে ক্ষতি করেছে সে খুবই অন্যায় কাজ করেছে।
সিয়ামের পরিবার পাগল দাবি করায় সার্বিক বিবেচনা করে ২লক্ষ টাকা ও মাদক নিরাম কেন্দ্রে চিকিৎসা করার জন্য ও ১বছর এ গ্রামে না আসতে পারে এ অঙ্গিকার করে মিমাংসা করেন।
Leave a Reply