সাংবাদিকতা ও কমিউনিটিতে অসামান্য অবদানের রাখায় দৈনিক জনকণ্ঠ এবং জনকণ্ঠের মিশিগান প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন কে মিডিয়া এওয়ার্ড’ প্রদান করলো মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ জনপ্রিয় কালচারাল সংগঠন মৃধা ফাউন্ডেশন |
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন অনুষ্ঠানে এই এওয়ার্ড তুহিনকে প্রদান করে উপস্থিত অতিথিগণ একে এক বিরল প্রাপ্তি হিসেবে আখ্যায়িত করেন. সংশ্লিষ্ট ফাউন্ডেশনের উদ্দ্যেগে এবং মৃদুল কান্তি সরকার প্রাণবন্ত সঞ্চালনায় শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটিস্থ মৃধা কালচারাল সেন্টার অডিটোরিয়ামে এই জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে |
উপস্থিত ছিলেন শত শত প্রবাসী বাংলাদেশী নারী পুরুষ ও শিশুরা | তিন পর্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের শুরুতেই ফাউন্ডেশনের অন্যতম সদস্য ও সংশ্লিষ্ট অনুষ্ঠানের কো-অর্ডিনেটর জাহেদ জিয়া স্বাগত বক্তব্য প্রদান করেন এবং ৫২’র ভাষা আন্ডোলনের পটভূমি, বাংলা ভাষা ও সালাম, রফিক, বরকত, জব্বারের মতো নাম না জানা বহু শহীদদের আত্মত্যাগ নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষার ওপর বিশেষ সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় | এসময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতাও পালন করা হয় |
এতে সংশ্লিষ্ট ফাউন্ডেশনের কর্ণধার দার্শনিক দেবাশীষ মৃধা, চিনু মৃধার উপস্থিতি ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযে|দ্ধা ও ভাস্কুলার সার্জন সৈয়দ শওকত হোসেন | এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বাংলা প্রেসক্লাব মিশিগানের সভাপতি সৈয়দ শাহেদুল হক, সুপ্রভাত মিশিগান অনলাইন পোর্টাল সম্পাদক চিন্ময় আচার্য্য, মিশিগান থেকে প্রকাশিত বাংলা সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ইকবাল ফেরদৌস | এদিকে অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে দৈনিক জনকণ্ঠ এবং জনকণ্ঠের যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন কে এই এওয়ার্ড তুলে দিয়ে জনকণ্ঠ পত্রিকা ও অনলাইন ভিত্তিক ডিজিটাল জনকণ্ঠ এবং সাংবাদিক তুহিনের ক্ষুরধার লেখনীর ভূয়সী প্রশংসা করেন বক্তারা |
এওয়ার্ড তুলে দেন, সংশ্লিষ্ট ফাউন্ডেশনের কর্ণধার দেবাশীষ মৃধা ও তার সহধর্মিনী চিনু মৃধা এবং বীর মুক্তি সেনা শওকত হোসেন | এদিকে মিডিয়া এওয়ার্ড পেয়ে বক্তারা বলেন, একটি বিশেষ দিনে এই অ্যাওয়ার্ড প্রদানের মধ্য দিয়ে মৃধা ফাউন্ডেশন এক অন্যন্য নজির স্থাপন করে আগামীতে সাংবাদিকদের দায়িত্ব পালনে আরো উৎসাহিত করা হলো |সেই সাথে প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণ ও বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে তুলে ধরার জন্য এসব কলম সৈনিকদেরকে অনুপ্রেরণা সৃষ্টি করবে |
এ ধরণের উদ্দ্যোগ অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয় | বক্তারা এমন উদ্দ্যেগের জন্য মৃধা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান । অ্যাওয়ার্ড প্রাপ্ত সাংবাদিকরা বলেন, কাজের স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ড প্রাপ্তি আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে বীর মুক্তি সেনা শওকত হোসেন এবং সুপ্রভাত মিশিগান সম্পাদক মন্ডলীর সভাপতি চিনু মৃধাকেও বিশেষ সম্মাননা দেয়া হয়েছে। তবে বেশ কয়েক মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন না | অনুষ্ঠানের তৃতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেন সংশ্লিষ্ট ফাউন্ডেশন |
এতে ছিল ৫২’ ভাষা আন্ডোলন ,বাংলা ভাষার বিজয়,আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি লাভ নিয়ে জনপ্রিয় কণ্ঠ শিল্পীদের পরিবেশনায় গান,অভিনয়,নৃত্য,কবিতা আবৃত্তি সহ নানা আকর্ষণীয় পর্ব | নটরাজ ও বাংলা স্কুল অফ মিউজিকের শিল্পীরা পরপর কয়েকটি সমবেত সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তুলেন | সর্বশেষ আকর্ষণীয় আইটেম হিসেবে উৎফুল্ল নারী পুরুষের মুহুমুহু করতালি আর হর্ষধনির মধ্য দিয়ে টেন এন্ড হাফ মাইল ব্যান্ড দলের হাসান, রসি, সাগর, জাফরী আল কাদেরী এবং মাহিসা গান গেয়ে অনুষ্ঠানস্থল প্রকম্পিত করে তুলেন
Designed by: Sylhet Host BD
Leave a Reply