হবিগঞ্জের বানিয়াচংয়ে “জাতীয় বিমা দিবস” উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০১ মার্চ রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় একটি র্যালি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হন।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান’র সভাপতিত্বে ও ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের সহকারি জেলারেল ম্যানেজার আনোয়ার হোসেন আলতুর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিযাচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম প্রধান, উপজেলা সমবায় অফিসার ইকবাল হোসেন, মডেল প্রেসক্লাব সাধারনসম্পাদক শিব্বির আহমদ আরজু, বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের সহকারি জোনাল ইনচার্জ নিলুফা আক্তার, সহকারি জেনারেল ম্যানেজার মোঃ এহসানুল হক মাহবুব, ব্রাঞ্চ ম্যানেজার মোছাঃ আলবাহার বেগম, মোছাঃ সীমা বেগম, মোছাঃ সেলিনা বেগম, মোছাঃ সুহেনা বেগম প্রমুখ।
এছাড়া ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা মহিবুর রহামান, উপ-প্রশাসনিক কর্মকর্তা সুব্রত দেব, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্তত শতাধিক বীমা কর্মি উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান বলেছেন বীমা কোম্পানী গুলোর মান ক্ষুন্ন হয় মূলত কর্মীদের ভূল তথ্য প্রদান করাকে কেন্দ্র করে। গ্রাহক পর্যায়ে সঠিক তথ্য প্রদান করাসহ গুরুত্বের সাথে যাবতীয় কাজ করার আহবান জানান তিনি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply