
নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর( পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ পদ দাশ পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ১ মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায় তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত ২৫ ফেব্রুয়ারী শনিবার রাত সাড়ে ১২ টার সময় তিনি ইহলোক ত্যাগ করে পরলোকগমন করেন।
গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার নবীগঞ্জ থানার একদল পুলিশ নিয়ে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে উপস্থিত হয়ে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে সম্মান জানান। পরে স্থানীয় শশ্বানঘাটে ৭১ সালের রনাঙ্গনের সৈনিক বীর এই মুক্তিযোদ্ধার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ পদ দাশের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায় এবং সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলসহ সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দ।
Leave a Reply