হবিগঞ্জের বানিয়াচংয়ে ভেজাল কীটনাশক বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের রায়ের পর ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ ফেব্রুয়ারি) উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজারের রুমানা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আনোয়ার মিয়াকে জেল-জরিমানা করেছেন ইউএনও পদ্মাসন সিংহ’র ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তার হওয়া আনোয়ার যাত্রাপাশা গ্রামের গড়পাঁড় হাটির রজব আলীর পুত্র।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আনোয়ার মিয়া ভেজাল কীটনাশক বিক্রি করে কৃষকের সাথে প্রতারণা করে আসছেন। বিষয়টি বানিয়াচং উপজেলা কৃষি অফিসের নজরে আনা হলে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক।
বুধবার একদল পুলিশ নিয়ে রুমানা এন্টারপ্রাইজে উপস্থিত হন ইউএনও পদ্মাসন সিংহ। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভেজাল কীটনাশক উদ্ধার করেন। ভ্রাম্যমাণ আদালত রুমানা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আনোয়ার হোসেনকে তাৎক্ষণিক ১ লক্ষ টাকা জরিমানাসহ ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।
প্রসঙ্গত, ২০২২ সালের ৭ সেপ্টেম্বরও ইউএনও পদ্মাসন সিংহ গ্যানিংগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে রুমানা এন্টারপ্রাইজে ভেজাল সার এবং কীটনাশক পেয়েছিলেন। ওইসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক শুধুমাত্র ১৫ হাজার টাকা জরিমানা করে ব্যবসায়ী আনোয়ারকে সংশোধন হওয়ার সুযোগ দিয়েছিলেন। কিন্তু অসাধু ব্যবসা অব্যাহত রেখে কৃষকদের ক্ষতিগ্রস্ত করা ও এলাকার কৃষি উৎপাদন ব্যাহত করার প্রমাণ পুনরায় পাওয়ায় আনোয়ারকে জেল-জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply