বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারী শহীদ দিবসের প্রথমপ্রহরে পুস্পস্তবক অর্পন করা হয়েছে।
সোমবার রাতে নবীগঞ্জ জে,কে স্কুল মাঠ প্রাঙ্গনে শহীদমিনারে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়ের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক তনুজ রায়,বিভু আচার্য্য,রত্নদীপ দাশ রাজু,অর্থ সম্পাদক প্রজেশ রায় নিতন,সাংস্কৃতিক সম্পাদক সলিল বরন দাশ,কাঞ্চন বনিক,প্রনব দেব,দীপংকর ভট্টাচার্য দেবুল,রিপন গোপ,পলাশ বনিক,শেলেশ দাশ,সঞ্জয় বনিকসহ সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply