নবীগঞ্জ বাজারের কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউড় আখড়ার বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব ১ লা ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় গীতাপাঠ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে। ৩ দিনব্যাপী অনুষ্টানমালার মধ্যে রয়েছে অধিবাস,গীতাপাঠ,হরিনাম সংকীর্তন,দধিভান্ড ভঞ্জন,মহাপ্রসাদ বিতরন ও হরিলুট।
প্রথমদিনে শ্রীমগভাগবত পাঠ করেন শ্রী মতিলাল ভট্টাচার্য্য। অধিবাসকৃত্য করেন,সুনামগঞ্জ দিরাইয়ের কীর্তনীয়া শ্রী মিন্টু সরকার। এতে কীর্তন পরিবেশন করবেন, ভারতের নবদ্বীপের কীর্তনীয়া শ্রীমতি লাবনী গাইন,ফরিদপুরের কীর্তনীয়া পুজা রায়,মৌলভীবাজারের সুভাষ দেবসহ অন্যান্য কীর্তনীয়াবৃন্দ।
কীর্তন কমিটির সভাপতি মৃনাল কান্তি রায় মিনু,সহ সভাপতি অরবিন্দু বনিক, সাধারন সম্পাদক রঙ্গ লাল রায়ের সার্বিক পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন আখড়ার সেবায়েত সুধাম বৈষ্ণব,লক্ষীপ্রিয়া বৈষ্ণবী,নিখিল আচার্য্য,সুবিনয় কর,মন্টু লাল আচার্য্য, অজিত কুমার দাশ, প্রজেশ রায় নিতন, শ্রী প্রমথ চক্রবর্ত্তী বেনু, বিধান ধর,
উত্তম কুমার রায়,গৌতম কুমার রায়, দিপক পাল,লিটন দেবনাথ, উত্তম কুমার পাল হিমেল,পার্থ কুমার পাল,সাধন চন্দ্র দাশ,সঞ্জয় দাশ, নীলকণ্ট দাশ সামন্ত নন্টী, রিপন কর, পবিত্র বনিক, রশময় শীল, প্রশান্ত দাশগুপ্ত খোকন,স্বপন চক্রবর্ত্তী,সুজিত পাল, বিপুল দাশসহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠন ও কীর্তন কমিটির লোকজন এ সময় উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply