নবীগঞ্জে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় এক ব্যক্তিকে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৪ জানুয়ারি শনিবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শাহীন দেলোয়ার।
জানাযায় শীত মৌসুমে এলে এক শ্রেনীর মানুষ কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তলোন করে ব্যবসা ও ইটভাটা ব্যবসায়ীদের নিকট বিক্রি করে থাকেন। আর তারাও মাটি মজুত করে রাখেন।
এরই ধারাবাহিকতায় উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি এলাকায় অবৈধভাবে চলে মাটি কাটার উৎসব।
খবর পেয়ে অভযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শাহীন দেলোয়ার।
এসময় তিনি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় এক জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শাহীন দেলোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন যারা অবৈধভাবে মাটি বা বালি উত্তোলন করবে,তাদের ছাড় দেয়া হবেনা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply