1. sm.khakon@gmail.com : bkantho :
আসুন একসাথে নির্বাচনে লড়াই করি : বিএনপিকে কাদের - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন

আসুন একসাথে নির্বাচনে লড়াই করি : বিএনপিকে কাদের

বাংলা কণ্ঠ ডেস্ক রিপোর্ট
  • শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে
শিক্ষার্থীরা কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নয় : ওবায়দুল কাদের
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা নির্বাচনে একসাথে লড়াই করি।

আজ শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে।’

বিএনপিকে তিনি বলেন, ‘বর্তমানে চলমান সঙ্কটের মধ্যে নতুন করে সঙ্কট সৃষ্টি না করতে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। আশা করছি আপনারা (বিএনপি) আর নতুন করে কোনো সঙ্কট তৈরি করবেন না। আাগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। আসুন আমরা একসঙ্গে নির্বাচন করি।’

তিনি আরো বলেন, আমাদের চ্যালেঞ্জিং বছর চলছে। সামনে আরো চ্যালেঞ্জিং বছর আসতে পারে আমাদের। আমরা চ্যালেঞ্জ মোকাবিলায় ২২তম সম্মেলন করেছি, জেলা-উপজেলা পর্যায়ে কমিটি দিয়েছি। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ইনশাআল্লাহ আওয়ামী লীগ এখন প্রস্তুত।

সাংবাদিকদের সাথে কথা বলার আগে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে তারা বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD