“গুদামে গুদামে কৃষকের ধান বাঁচে কৃষক বাঁচে প্রাণ” এই শ্লোগনে হবিগঞ্জের বানিয়াচংয়ে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ২০২২-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
২২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ ঘটিকায় বানিয়াচং খাদ্য গুদামে আয়োজিত আমন সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, বানিয়াচং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খবির উদ্দিন,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং খাদ্য গুদামের ভাপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার সরকার, সহকারী উপ-খাদ্য পরিদর্শক মোঃ হেলাল আহমদ, মেইলার ছামির আলী, উপজেলা কৃষকলীগ নেতা সেবুল ঠাকুর প্রমুখ। উপজেলা খাদ্য গুদামের তথ্য অনুযায়ী চলতি আমন মৌসুমে মোট ৫৬৬ মেঃটন চাল ও ৪৩১ মেঃটন ধান বানিয়াচং উপজেলা খাদ্য গুদামে সংগ্রহ করা হবে। যা আগামী ২৮ ফেব্রুযারি ২০২৩ পর্যন্ত চলমান থাকবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply