1. sm.khakon@gmail.com : bkantho :
মেসির হাতে বিজয় ট্রফি,নবীগঞ্জে সমর্থকদের মাঝে আনন্দ উল্লাস - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:০৫ অপরাহ্ন

মেসির হাতে বিজয় ট্রফি,নবীগঞ্জে সমর্থকদের মাঝে আনন্দ উল্লাস

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
  • বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৩৭ বার পড়া হয়েছে
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল খেলার ফাইনালে ফ্রান্স এর সাথে উত্তেজনাপূর্ন ম্যাচে এ সময়ের সবচেয়ে বেশী জনপ্রিয় ও হট ফেভারিট দল আর্জেন্টিনা ১৮ ডিসেম্বর মঙ্গল রবিবার রাত ৯ টা থেকে ফাইনাল পর্বের খেলায় তুমুল উত্তেজনা পূর্ন ছন্দময় আক্রমনাত্মক খেলাশেষে ট্রাইবেকারে ৪-২ গোলে ফ্রান্সকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়ে লিওনেল মেসি কাপ নেওয়ার গৌরব অর্জন করায় নবীগঞ্জে আমরা আর্জেন্টিনা সমর্থক ফোরামের সদস্যদের মাঝে ব্যাপক আনন্দ উৎসাহ বিরাজ করছে ।

এ ধরনের বিজয়ের আনন্দকে বম ফুটিয়ে আরো উপভোগ্য করে তোলেন সকল আর্জেন্টিনার সমর্থক । শহরের আশপাশ এলাকায়ও আমরা আর্জেন্টিনা সমর্থকদের মাঝে ব্যাপক আনন্দ উল্লাস বিরাজ করছে। এ আনন্দ উপভোগ্য করে তোলতে নবীগঞ্জে আমরা আর্জেন্টিনা দলের সমর্থকরা আনন্দ উল্লাস ব্যক্ত করে শহরে রাত ১২ এক বিজয় মিছিল বের করেন।

হট ফেভারিট দলের এমন বিজয়ে আনন্দের অনুভূতি ব্যক্ত করেন আমরা আর্জেন্টিনা নবীগঞ্জ উপজেলা সমর্থক কমিটির সভাপতি সাইফুল জাহান চৌধুরী এবং সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল এর নের্তৃত্বে মিছিলটি শহর প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে আব্দুল মতিন স্কোয়ারে এসে শেষ হয়। এখানে মোজজাহিদ আলম চৌধুরীর মুক্তধারা চ্যানেলে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেক সমর্থক অনুভুতি ব্যক্ত করে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন।

এতে আরো অনুভুতি ব্যক্ত করেন কমিটির সহ-সভাপতি ফখরুল আহসান চৌধুরী, যুগ্ম সম্পাদক মোঃ আশফাকউজ্জামান চৌধুরী,মোঃ শামীম আহমেদ সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিয়া,পবিত্র বনিক,বিজন দাশ, মোঃ আকিকুর রহমান সেলিম, মোঃ সেলিম তালুকদার, সলিল বরন দাশ,হাবিবুর রহমান চৌধুরী শামীম, নিয়ামুল ইসলাম, তৌহিদ চৌধুরী,আমিনুল ইসলাম, সজল কুমার দাশ,রাজীব কুমার রায়,কাঞ্চন বনিক, শাকিল আহমদ, সজল দেব,কানু পাল, সজল খাঁন,মোঃ ফারুক হোসেন,অসিত রঞ্জন দাশ, সুদেব চক্রবর্ত্তী,গৌতম দাশ, জ্যোতিষ

সরকার,সুমন তালুকদার, সান্টু দাশ,বিপুল দাশ, রিপ্টু তালুকদার, রুপক মনি দাশ,সজল সরকার, আবু তাহের, অশেষ দাশ,শাহ রুবেল আমিন,জীবন দাশ,অপু দাশ, হৃদয় ঘোষ,বাবলু দাশ,অনকুল দাশ,অঞ্জন রায়,অজিত সরকার,বিভাস রায়, সঞ্জয় চক্রবর্ত্তী,সঞ্জয় দাশ,সুজিত পাল,শংকু দেব, রতন লাল রায়,জ্যোর্তিম্ময় দাশ,সুরঞ্জন রায়,রামকৃষ্ণ সরকার,হেমেন্দ্র সরকার,শান্ত দাস, দুর্লভ দাশ,সুকমল দাস,রনি রায়,লিপ্টন রায়,ইউনুছ মিয়া,মামুন মিয়া,জাহিদুল ইসলাম প্রমূখ। সমর্থকরা বলেন, মেসির জাদুকরী নৈপুন্যে তৈরী করা বল নিয়ে ডি-মারিয়াসহ

মেসির হাতে বিজয় ট্রফি,নবীগঞ্জে সমর্থকদের মাঝে আনন্দ উল্লাস

অন্যান্য খেলোড়াররা ছন্দময় খেলা দেখিয়ে দলের সেরা পারফরম্যান্সে আর্জেন্টিনা দল ২০১৪ সালেে পে তুমুল লড়াই করে ২০২২ সালে ৪-২ গোলে ফ্রান্সকে ট্রাইবেকারে পরাজিত করে অভাবনীয় জয়লাভ করে ফাইনাল পর্বে চুড়ান্ত বিজয় অর্জন করে। উত্তেজনাপূর্ণ খেলায় বিশ্বকাপ খেলার জনপ্রিয় এ আসরে বর্তমান সেরা তারাকা লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দল ফাইনালে চ্যাম্পিয়ান হয়ে মেসির স্বপ্ন পুরন করে বিশ্বকাপ খেলায় চমক দেখানোর

ফলে সারাদেশের ন্যায় নবীগঞ্জের লক্ষাধিক সমর্থকদের মাঝে ব্যাপক আনন্দ বিরাজ করছে। এ বিজয়কে উপভোগ্য করে রাখার জন্য আমরা আর্জেন্টিনা সমর্থক কমিটি নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে নের্তৃবৃন্দ একটি আনন্দ ভোজন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD