নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রাম থেকে গতকাল গভীর রাতে নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মাদক ব্যবসায়ী দলের দুজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায় দীর্ঘ দিন ধরে একটি চক্র মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রভাবশালী লোকদের ছত্রছায়ায় থাকার তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। যার কারনে মুক্তাহার গ্রাম সহ আশেপাশের বিভিন্ন গ্রামে মাদকের ছোবলে যুব সমাজ আক্রান্ত হচ্ছে।
গত ১৫ নভেম্বর বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উপজেলার মুক্তাহার গ্রামের শংকর দাশ মৃত সুশেন দাশের ছেলে কালীশংকর দাশ কে মদ্যপান করে মাতলামি করা অবস্থায় পুলিশ গ্রেফতার করে। ঐ সময় মাদক চক্রের অন্যান্য সদস্য পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। এসময় তাদের কাছে পাওয়া ৫ লিটার মদ জব্দ করা হয়।
Leave a Reply