নবীগঞ্জ উপজেলা লোকনাথ সেবাসংঘের উদ্যোগে দামোদর মাস উপলক্ষ্যে বার্ষিক রাখের উপবাস গত ১২ নভেম্বর শনিবার অনুষ্টিত হয়েছে। প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ পুন্য লাভের প্রত্যাশায় উপবাস থেকে ২ ঘন্টাব্যাপী নীরবতা পালন করে ঘৃত প্রদীপ প্রজ্বলন করে এ ব্রত পালন করেন। পুকুরের পানিতে প্রদীপ ভাসিয়ে দিয়ে উপবাস শেষে ব্রত সমাপ্তি করা হয়।
এ রাখের উপবাস উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় গীতাপাঠ করেন সঞ্জয় দাশ।উপজেলা লোকনাথ সেবাসংঘের সভাপতি সুখেন্দু পুরকায়স্থের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাধন চন্দ্র দাশের পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,গোবিন্দ জিউড় আখড়া কমিটির সাধারন সম্পাদক বিধান ধর,পারমার্থিক পাঠক ফোরামের সভাপতি অজিত কুমার দাশ,উপজেলা লোকনাথ সেবা সংঘের সাবেক সভাপতি নিতেশ চন্দ্র রায়,সাবেক সাধারন সম্পাদক রঞ্জিত চক্রবর্ত্তী নান্টু নীলকণ্ট সুত্রধর,সুজিত পাল,বিপুল চক্রবর্ত্তী,বিপুল দাশ,রজত দাশসহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply