1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্টিত - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন

নবীগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্টিত

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ)
  • বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৩২ বার পড়া হয়েছে
নবীগঞ্জে রশময় শীলের স্নরন সভা অনুষ্টিত
নবীগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে নানামুখী ই-সেবার সঙ্গে পরিচিত করতে ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে জনসাধারণ কিভাবে সরকারি সেবা পেতে পারে সে বিষয়ে সচেতনতা বাড়াতে এর আয়োজন করা হয়েছে।
 নবীগঞ্জ উপজেলা পরিষদ  মাঠে বুধবার (৯ নভেম্বর) সকালে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ফজলুল হক চৌধুরী সেলিম।
বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ারের- সভাপতিত্বে এবং উপজেলা পজিপ কর্মকর্তা শাকিল আহমেদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,উপজেলা স্বাস্থ্য ও  পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ,নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন,দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সেলিম তালুকদার,উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার,আইসিটি কর্মকর্তা কাজী মঈনুল হোসেন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, মৎস্য কর্মকর্তা মো: আসাদ উল্লা, উপজেলা একাডেমী কর্মকর্তা শাহনাজ বেগম,সাংবাদিক অঞ্জন রায় প্রমূখ।
এ সময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা- ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষার্থী ও জনসাধরন উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, ইউনিয়ন পরিষদ, বিদ্যুৎ বিভাগ, ব্যাংক-বীমাসহ অন্যান্য সেক্টরের ৩৫ স্টল মেলায় স্থান পায়। দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মতলব দক্ষিণে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।
বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে নানামুখী ই-সেবার সঙ্গে পরিচিত করতে ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে জনসাধারণ কিভাবে সরকারি সেবা পেতে পারে সে বিষয়ে সচেতনতা বাড়াতে এর আয়োজন করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD