বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন তিন হাজারেরও বেশী শাখার মাধ্যমে বিশ্বের ৪১টি দেশে কাজ করছে। লন্ডন কনফারেন্সে একথা বললেন বাংলাদেশ হিউম্যান রাইট কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার।
তিনি বলেন প্রত্যেক ধর্মেই মানবাধিকারের কথা বলা হয়েছে। তিনি বলেন পৃথিবীটা ক্ষনস্থায়ী প্রতিটি মানুষকে একদিন এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে, ভাল কিছু করে গেলে এটাই স্মরণীয় হয়ে থাকবে। যে সৎ উপার্জন করেন এবং উপার্জিত অর্থের একটি অংশ মানবতার সেবায় ব্যয় করেন, নির্জাতিত ও নিপিড়িত মানুষের পাশে দাড়ান, আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সকল মানুষের শান্তির পক্ষে আওয়াজ তোলেন ।
এই শ্লোগানকে ধারন করে কাজ করছে বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন। ৭ই নভেম্বর সোমবার বাঙ্গালী অধ্যুসিত ইষ্টলন্ডনের মাইক্রো বিজনেন্স পার্কে সন্ধ্যে সাতটায় এসম্মেলনের আনুষ্টানিক উদ্বোধন করবেন বিএইচআরসি‘র সেক্রেটারী জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার।
বাংলাদেশ হিউম্যান রাইট কমিশনের ইন্টারন্যাশনাল সম্মেলনে গ্রেটব্রিটেন, ইউরোপ এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্থ থেকে প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন। বিএইচআরসি‘র ইউরোপীয়ান প্রেসিডেন্ট মানবাধিকার নেতা সহিদুর রহমানের সঞ্চালনায় ও ইউকে ব্যাঞ্চের সভাপতি আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং এন্ড ড্রাগেনহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলার ফারুক আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা দেওয়ার গৌস সুলতান ও যুক্তরাজ্য শাখার সেক্রেটারী জেনারেল ও গভর্ণর তারাউল ইসলাম।
সম্মেলনে মানবাধিকারের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সাংবাদিক মতিয়ার চৌধুরী, বাবুল হোসেন, আব্দুল বাছির, আহমেদ হাসান, সাজিয়া স্নিগ্ধা, চট্রগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি আব্দুর রব চৌধুরী, কালিগঞ্জ গাজিপুর শাখার সভাপতি ফখরুল আলম, ফয়সল হোসেন সোমন, নজির হোসেন, নাজমা হোসেন , রুমানা রাখি প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply