নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারীভাবে ৩ নভেম্বর বৃহস্পতিবার ১২ টার সময় উপজেলা পরিষদের সভা কক্ষে ডিজিটাল উদ্ভাবনী মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন,উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ,নবীগঞ্জ থানার ওসি( অপারেশন) আব্দুল কাইয়ুম,নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন,উপজেলা পজিপ কর্মকর্তা শাকিল আহমেদ,সমবায় কর্মকর্তা মো:ইসমাইল তালুকদার রাহী,আইসিটি কর্মকর্তা কাজী মঈনুল হোসেন,আউশকান্দি স্কুল এন্ড কলেজের প্রভাষক শাহীনা আক্তারসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ,শিক্ষকসহ ইউনিয়ন পরিষদের সচিবগণ উপস্থিত ছিলেন।
সভায় মূল বক্তব্য উপস্থাপন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আগামী ৯ নভেম্বর নবীগঞ্জে একদিনব্যাপী ডিজিটাল ও উদ্ভাবনী মেলা অনুষ্টিত হবে। মেলাকে সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মেলায় আলোচনা সভা, বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ ষ্টল নিয়ে অংশ গ্রহন করবে ।
Leave a Reply