ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির উপজেলাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কেক কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
রোজ শনিবার ২৯ অক্টোবর ২২ সকাল ১০ ঘটিকায় নবীনগর সদরের গুরুত্বপূর্ণ সড়কে আনন্দ মিছিল শেষে বিএনপির নিজস্ব কার্যালয়ে দোয়া মোনাজাত শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব দলের আহবায়ক মোঃ এমদাদুল বারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম মোল্লা।
এতে আরো বক্তব্য প্রদান করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি এড. আব্দুল রহিম গোলাপ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহাম্মেদ মুসা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল, নবীনগর পৌর যুব দলের আহবায়ক মোঃ আলী আজ্জম।
এতে আরো উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মোহাম্মদ মাইনু উদ্দিন মাইনু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হযরত আলী, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আপেল মাহমুদ, কলেজ ছাত্রদলের আহবায়ক গোলাম সামদানি হৃদয়, কলেজ ছাত্র দলের সদস্য সচিব সাদ সজিব, পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার নিশর্ত মুক্তিসহ দ্রব্যের মূল্য বৃদ্ধি ও লাগাতার দুর্নীতির প্রতিবাদে জ্বালাময়ী বক্তব্য দেন। একের পর এক জ্বালাময়ী বক্তব্যে তৃণমূল কর্মীরা ক্ষনে ক্ষনে মুখরিত করে স্লোগান দিয়ে।
এ সময় প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply