1. sm.khakon@gmail.com : bkantho :
লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপন - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন

লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপন

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে
  • বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে
লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশেনে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপন
প্রধান অতিথির বক্তব্য রাখছেন লন্ডন সফররত বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রি কে এম. খালিদ এমপি। ছবিঃ মতিআর চৌধুরী

শেখ রাসেলের নামে বিভিন্ন সেক্টরে জাতীয় পুরস্কার প্রবর্তনের দাবী জানিয়েন বক্তারা।  ১৮ অক্টোবর  মঙ্গলবার লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন আয়োজিত শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে বক্তারা এদাবী জানান। বক্তারা বলেন একাত্তেরের পরাজিত শত্রুরা ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে চেয়েছিল ইতিহাসের পাতাথেকে বাংলাদেশের নাম মুছে ফেলতে।

যাতে কেউ আর কোন দিন এর প্রতিবাদ করতে নাপারে সেই লক্ষ্যকে সামনে রেখে জাতির জনকের কনিষ্ট পুত্র দশ বছরের রাসেলকে হত্যা করা হয়। এমন নির্মম  হত্যাযজ্ঞ কারবালার নিষ্ঠূরতাকেও হার মানিয়েছে। আজকে অনেকেই মানবাধিকারের কথা বলেন  সেদিন কোথায় ছিল তাদের মানবাধিকার? আমরা চাই মানবিক বিশ্ব , আর কোন শিশু যেন হত্যার শিকার নাহয়।

বিশেষ অতিথির বক্তব্যে রাখছেন সাবেক এমপি ও সাবেক এ্যটর্নি জেনারেল নূরজাহান মুক্তা।

ইষ্টলন্ডনের মিলনার রোডের ইম্প্রেশন ভ্যানুতে লন্ডন সময় রাত আটঘটিকায় ও বাংলাদেশ সময় মধ্যরাতে জন্ম দিনের এই অনুষ্টানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন সফররত বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রি কে এম. খালিদ এমপি। প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রি বলেন জিয়াউর রহমানের প্রত্যক্ষ সহযোগীতায় ৭৫এর হত্যাকান্ড সংগঠিত হয়।

অতিথিদের নিয়ে কেক কাটছেন বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

তিনি লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন। রাজনীতি করার খায়েশ থাকলে দেশে আসুন বিদেশে বসে উসকানী দিয়ে জাতিকে বিভ্রান্ত করবেননা। তিনি আরো বলেন আওয়ামীল তারেক রহমানের উপর কোন মামলা দেয়নি, তার উপর প্রতিটি মামলাই দিয়েছে তৎকালীন তত্বাবধায়ক সরকার। তারেক রহমান তো তত্বাবধায়ক সরকারের কাছে সুলেনামা দিয়ে আসছেন আর কোনদিন রাজনীতি করবেননা, অন্যায় দুর্নিতি যা করেছেন আর করবেননা। এর জন্য ক্ষমাও চেয়েছেন।

সঙ্গীত পরিবেশনে শিল্পিরা।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক এমপি ও সাবেক এ্যটর্নি জেনারেল নূরজাহান মুক্তা বলেন আমরা চাই শিশুদের জন্য নিরাপদ বিশ্ব আর সেলক্ষ্যকে সামনে রেখে কাজ করছেন প্রধানমন্ত্রি শেখ হাসিনা। এই অনুষ্টানে আরো বক্তব্য রাখেন প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন সুলতান মাহমুদ শরীফ, বিশিষ্ট কমিউনিটি নেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক, মুক্তিযোদ্ধা খলিল কাজি ওবিই প্রমুখ। অনুষ্টানের শুরুতে অতিথিদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন হাইকমিশনার। অনুষ্টানের শেষ পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্টান এতে সঙ্গীত পরিবেশন করেন তালতরঙ্গের শিল্পিবৃন্দ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD