হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় বিশ্ব দৃষ্টি দিবস ২০২২ উপলক্ষে র্যালি ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃক পরিচালিত নবীগঞ্জ আব্দুল হক চৌধুরী এমবিএনএসবি প্রাথমিক চক্ষু পরিচর্যা কেন্দ্রের আয়োজনে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি আব্দুল হক চৌধুরী এমবিএনএসবি প্রাথমিক চক্ষু পরিচর্যা কেন্দ্রে কার্যালয় থেকে শুরু হয়ে নতুন বাজার মোড় প্রদক্ষিণ করে ফের আব্দুল হক চৌধুরী এমবিএনএসবি প্রাথমিক চক্ষু পরিচর্যা কেন্দ্রে কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, বিশেষ অতিথি সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, প্রাক্তন প্রধান শিক্ষক এটিএম বশির আহমদ, উপজেলা জাসদের সাধারণ
সম্পাদক ওয়াহিদুজ্জামান মাসুদ, নবীগঞ্জ মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দৈনিক হবিগঞ্জ সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, সাংবাদিক ছনি চৌধুরী, অঞ্জন রায়, আব্দুল হক চৌধুরী এমবিএনএসবি প্রাথমিক চক্ষু পরিচর্যা কেন্দ্রের সাধারণ সম্পাদক তনুজ রায়, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সহসভাপতি শাহীনুর আক্তার চৌধুরী পান্না, ডাঃ সঞ্জয় পাল প্রমুখ। পরে বিনামূল্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply