নবীগঞ্জে আসন্ন শারর্দীয় দূর্গা পূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষে নবীগঞ্জ থানা প্রশাসনের উদ্যেগে আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১১ টায় নবীগঞ্জ আল হেলাল কমিউনিটি সেন্টারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদের সভাপতিত্বে ও এস আই স্বপন চন্দ্র সরকারের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি গজনাইপুর ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল,
ওসি অপারেশন আব্দুল কাইয়ুম, প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন,উপজেলা হিন্দু বৌদ্ধ খৃিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,সাবেক সাধারন সম্পাদকও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,উপজলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান নির্মুলেন্দু দাশ রানা,ইনাতগঞ্জ ফাঁড়ির
ইনচার্জ কাওসার আলম,গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামসুদ্দিন খাঁন, পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, পৌর কাউস্নিলর ফজল আহমদ চৌধুরী, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি বাবুল দাশ, অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তাসরজিৎ পাল,এএসআই জাহাঙ্গীর আলম,নীলকণ্ট দাশ শামন্ত সামন্ত নন্টি ,সাংবাদিক অঞ্জন রায়।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,বিপ্লব দাশ,গৌরাঙ্গ লাল,পিকলু চৌধুরী, ইন্দ্রজিৎ সিংহ,পিন্টু পুরকায়স্থ, লিটন দেব,শান্ত রবি দাশ,নৃপেশ সূত্রধর,পংকজ সেন,মনিক লাল দাশ প্রমূখ। এছাড়াও নবীগঞ্জ থানায় এসআই,এএসআই সহ পুলিশসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় নবীগঞ্জে ৯৪টি পূজা মন্ডপে দূর্গোৎসব পালনে আইনশৃংলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন প্রস্তুত রয়েছে। পাশাপাশি প্রতিটি মন্ডপে পূজা পরিষদের নেতৃবৃন্দকে ও স্বেচ্ছাসেবক নিয়োগ,সিসি ক্যামেরা স্থাপনসহ নৈশ প্রহরী নিয়োগে পরামর্শ দেয়া হয়।
Leave a Reply