শাল্লায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবীতে মানববন্ধন পালন করেছে এলাকাবাসী। মানববন্ধনে শতশত লোক অংশ গ্রহন করে। সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ধর্ষণকারী ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি দেওয়ার দাবী জানানো হয়। এছাড়াও চেয়াম্যানের হাতে কিশোরীকে তুলে দেওয়া মলয় দাসকে ফাঁসি দেওয়ার দাবী জানানো হয়।
বক্তারা বলেন, ১৭ বছরের একটি মেয়েকে রাতভর ধর্ষন করে পালিয়ে বেড়াচ্ছে ধর্ষকরা। মামলা হওয়ার পর এখনো পর্যন্ত কোনো আসামী ধরতে পারেনি পুলিশ। আর এই মেয়েটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। মানবিক দিক বিবেচনা করে দ্রুত ধর্ষকদের গ্রেফতার আইনের আওতায় আনার দাবী জানান তারা।
মানববন্ধনে নরেন্দ্র দাসের পরিচালনায় ও রায়ধন দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অসিম দাস, গিরীশ দাস, জীবন দাস, রবীন্দ্র দাস, কালাবাসী দাস, সুশংকর দাস, ঝন্টু দাস, জয়মঙ্গল দাস, প্রদীপ দাস, প্রমোদ দাস প্রমুখ।
পরে আন্দোলনকারীরা ধর্ষকদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেন।
Leave a Reply