একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত আটটি দলকে যৌথভাবে মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছে বিএনপি।
রবিবার (১১ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।
স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৮টি রাজনৈতিক দল যৌথভাবে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
দলগুলো হলো- বিএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply