1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জের মানবপাচার চক্রের হোতা গয়াছ কারাগারে - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন

নবীগঞ্জের মানবপাচার চক্রের হোতা গয়াছ কারাগারে

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
  • রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৮ বার পড়া হয়েছে
নবীগঞ্জের মানবপাচার চক্রের হোতা গয়াছ কারাগারে
অবৈধ পথে ইউরোপে পাঠানোর নামে মানব প্রাচারের অভিযোগ নবীগঞ্জের মানব প্রাচার  চক্রের মূলহোতা, উপজেলা দীঘলবাক ইউনিয়নের বহরমপুর গ্রামের আফাই মিয়ারপুত্র  গয়াছ মিয়া ৪৫ কে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার  রাতে গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই শামছুউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ  উপজেলার সৈয়দপুরবাজার এলাকার  অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গত বৃহস্পতিবার  আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সুত্রে  জানাযায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নপর কালাভরপুর গ্রামের কছিত মিয়া পুত্র  দুলাল মিয়া নামের  এক যুবককে নবীগঞ্জের একটি প্রাচারকারী চক্র মুলহোতা নবীগঞ্জের গায়াছ মিয়া (৪৫)  ইউরোপের দেশ ইতালিতে পাঠানোর কথা বলে নগদ ১০ লাখ টাকা নিয়ে প্রথমে দুবাই পাঠায় পরে লিবিয়ায় পৌঁছার পর গয়াছ মিয়ার ছেলে মামলার ২নং আসামী মানব পাচারকারী চক্রের সদস্য কিবরিয়া মিয়া (২২)  তাকে অপহরণ করে  মুক্তিপণ বাবদ আরো ১০ লাখ টাকা দাবি করে।
পরবর্তীতে ধাপে ধাপে আরো ৩ লক্ষ নেয়।  মোট ১৩ লাখ টাকা পরিশোধ করার পরও ভিকটিমকে মুক্তি দেয়।  এ ঘটনায় ভুক্তভোগী দুলাল মিয়া দেশে ফিরে,  মানব প্রাচার প্রতিরোধ ও দমন ট্রাইবুনালে গত ০৭/০৭/২০২২ ইং  মানব প্রাচারের  সংশ্লিষ্ট আইনে  গয়াছ মিয়া (৪৫) ও তার পুত্র কিবরিয়া মিয়া(২২) কে আসামী করে  একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার উল্লেখিত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হলে পুলিশ এক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়  উপর আসামী কিবরিয়া মিয়া বিদেশে পলাতক রয়েছে বলে জানাগেছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD