লন্ডন সময় বিকাল ৫টায় হিথ্রো বিমান বন্দরে এসে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বিমান বন্দরে স্বাগত জানান ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম। বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭ টায় ওয়েষ্ট লন্ডনের ক্লারেজ হোটেলে এসে পৌঁছেন প্রধানমন্ত্রী। এই হোটেলেই অবস্থান করবেন প্রধানমন্ত্রী। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে লন্ডন ও নিউইয়র্কের উদ্দেশ্যে ১৫ সেপ্টেম্বর বৃহস্প্রতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় বাংলাদেশ বিমানের ভিআইপি ফ্লাইট বিজি১৯০৯-এ লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী ও তার সফলসঙ্গীরা।
হোটেলে প্রধানন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহামুদ শরীফ, সহ সভাপতি জালাল উদ্দীন, অধ্যাপক আবুল হাসিম, সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম নইম উদ্দীন রিয়াজ, আনোয়ারুজ্জামান চৌধুরী সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী, যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল খান সহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।
আওয়ামী লীগের দলীয় প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী লন্ডনে আসলে দলীয় নেতা কর্মীদের সাথে সাক্ষাত এবং দলীয় সভায় যোগদান করে থাকেন। এবার এর ব্যতিক্রম হচ্ছে, রানির সম্মানে দলীয় কোন কর্মসূচীতে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে শত শত নেতাকর্মী বিমান বন্দর এবং হোটেলের বাহিরে সমবেত হয়ে থাকেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতা কর্মীদের ব্যাক্তিগত মোবাইল মেসেজ দিয়ে আগেই নিষেধ করা হয়েছে, কেউ যেন বিমান বন্দরে বা প্রধানমন্ত্রীর অবস্থানের হোটেলের বাহিরে সমবেত না হন।
সফর সূচি অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড প্রধানমন্ত্রীর সঙ্গে তার হোলেট কক্ষে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে ব্রিটেনের দক্ষিণ এশিয়া, উত্তর আফ্রিকা, জাতিসংঘ ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী লর্ড আহমদ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। ১৭ সেপ্টেম্বর ব্রিটেনের বিরোধীদলীয় এবং লেবার পার্টির নেতা স্যার কেইর স্টারমার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
১৮ সেপ্টেম্বর ব্রিটেরে রাজা কর্তৃক বাকিংহ্যাম প্যালেসে রাষ্ট্র ও সরকার প্রধানদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ সেপ্টেম্বর সকাল ১১টায় ওয়েষ্টমিনিষ্টার এ্যবিতে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। এরপর সেদিনই জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
Designed by: Sylhet Host BD
Leave a Reply