1. sm.khakon@gmail.com : bkantho :
নবীনগরে পুলিশের উপর হামলা ও একাধিক মামলার পিতা-পুত্রসহ ৫ ডাকাত গ্রেফতার - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন

নবীনগরে পুলিশের উপর হামলা ও একাধিক মামলার পিতা-পুত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
  • মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে
নবীনগরে পুলিশের উপর হামলা ও একাধিক মামলার পিতা-পুত্রসহ ৫ ডাকাত গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের উপর হামলা ও একাধিক মামলার আসামি পিতা-পুত্রসহ ৫ দুর্ধষ ডাকাতকে গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমানে মাদক ও অস্ত্রসহ ঢাকা ও নুরজাহানপুর থেকে গ্রেফতার করেন নবীনগর থানার পুলিশ।
আসামীদের দেয়া তথ্য মতে নূরজাহানপুর থেকে একটি দেশীয় সচল রিভলভার, ১০০ পিছ ইয়াবা, ১ কেজি গাঁজা, ০২ বোতল হুইস্কি ও ১টি রামদা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন শিপন মিয়া (৩০), পিতা- মনেক মিয়া ও তার পিতা মনেক (৫০), পিতা মৃত সুদন মিয়া, মোঃ শরীফ মিয়া ওরফে ফাটা খুদাইন্না শরীফ (৩৫), পিতা মোখলেছ মিয়া, মোঃ রাজিব মিয়া (৩০), পিতা- মৃত গোলাম রশিদ মিয়া, মোঃ সাজ্জাদ হোসেন বাবু (৩০), পিতা- মোঃ এনামুল হক। অভিযুক্ত ৫ জন আসামীর বাড়ি নবীনগর উপজেলার নুরজাহানপুর গ্রামে বলে জানা যায়।
সংবাদ সম্মেলনে নবীনগর সার্কেল থানার এএসপি সিরাজুল ইসলাম বলেন, নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোহেল ও উপ-পরিদর্শক রনি সুরেশ্বর রানার উপর গুলির ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের বিপুল পরিমানে মাদক ও অস্ত্র সহকারে গ্রেফতার করা।
নবীনগর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার বলেন, গ্রেফতারকৃতদের দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা হাজতে প্রেরণ করা হবে। বিজ্ঞ আদালতে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD