1. sm.khakon@gmail.com : bkantho :
ইতিহাসে ব্রিটিশ সামরাজ্যের চার বিখ্যাত রাণী - বাংলা কণ্ঠ নিউজ
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন

ইতিহাসে ব্রিটিশ সামরাজ্যের চার বিখ্যাত রাণী

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে
  • সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৫ বার পড়া হয়েছে
ইতিহাসে ব্রিটিশ সামরাজ্যের চার বিখ্যাত রাণী
ছবিঃ মতিআর চৌধুরী

ব্রিটিশ সামরাজ্যের ৯০০ বছরের ইতিহাসে বিখ্যাত আটজন রাণী ২০০শ বছরেরও বেশী সময় সিংহাসনে আসীন ছিলেন।  এই আটজন সামরাজ্ঞীর মধ্যে চারজনই ছিলেন নিঃসন্তান।  যে চারজন দীর্ঘসময় ক্ষমতায় ছিলেন তারা হলেন রানী প্রথম মেরী, রাণী প্রথম এলিজাবেথ, রাণী ভিক্টোরিয়া ও রাণী দ্বিতীয় এলিজাবেথ।

 রাণী প্রথম মেরিঃ তার শাসনকাল  ছিল ১৫৫৩-১৫৫৮ খৃষ্টাব্দ।  তিনি মেরি টিউডর বা ব্লাডি মেরি নামেও পরিচিত। প্রোটেস্ট্যান্ট খৃষ্টানদের নিপীড়নের জন্যে  তিনি সবচেয়ে বেশি আলোচিত। ২৮০ জন প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বীদের তিনি পুড়িয়ে হত্যা করেছিলেন বিধায় প্রোটেস্ট্যান্ট প্রতিদ্বন্দ্বীরা নিন্দার্থে তাকে নামকরণ করেছিল “ব্লাডি মেরি”। মেরির মৃত্যুর পর তার বোনের মেয়ে প্রথম এলিজাবেথ  ব্রিটিশ সিংহাসনে অভিষিক্ত হন।

 রাণী প্রথম এলিজাবেথঃ

ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে শ্রেষ্ঠ সম্রাজ্ঞী  হিসেবে পরিচিত, তার শাসনকাল ১৫৫৮-১৬০৩ খৃষ্টাব্দ।  প্রথম এলিজাবেথ ইংল্যান্ডের ইতিহাসে একজন শ্রেষ্ঠ শাসক। ১৬০৩ সালে প্রথম এলিজাবেথ যখন মারা যান তখন সবদিক বিবেচনায় ব্রিটিশ সামরাজ্য একটি বৈশ্বিক পরাশক্তিতে পরিণত হয়েছিল তাই তাকে শ্রেষ্ঠ সম্রাজ্ঞী বলা হয়।

রাণী ভিক্টোরিয়াঃ

ব্রিটিশ সামরাজ্যের সবচেয়ে জনপ্রিয় ও শক্তি শালী সম্রাজ্ঞী ছিলেন কুইন ভিক্টোরীয়া। তার  শাসনকাল ১৮৩৭-১৯০১ খৃষ্টাব্দ । দীর্ঘ  ৬৩ বছর রাণী ভিক্টোরিয়ার শাসনকালে   ব্রিটিশ সামরাজ্যে  শিল্পবিপ্লব,অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাম্রাজ্যের আয়তন সর্বোচ্চ পর্যায়ে উন্নিত হয়। রাণী ভিক্টোরিয়ার শাসনকালে ব্রিটিশ সাম্রাজ্য পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়, পৃথিবীর চার ভাগের তিনভাগই ছিল ব্রিটিশ সামরাজ্যের অধীন। একারনে এখনও বলা হয় রাণী ভিক্বোরিয়ার সময় ব্রিটিশ সামরাজ্যের সূয  অস্তমিত হতনা।

রাণী দ্বিতীয় এলিজাবেথঃ

ব্রিটিশ সামরাজ্যের  সবচেয়ে দীর্ঘকাল শাসনকারী সম্রাজ্ঞী রাণী দ্বিতীয় এলিজাবেথ। তর শাসনকাল ১৯৫২-২০২২, খৃষ্টাব্দ।  দীর্ঘ ৭০ বছর রানী  দ্বিতীয়  এলিজাবেথ সিংহাসনে আসীন ছিলেন।  পৃথিবীর ইতিহাসে দীর্ঘকাল রাজত্বকারী শাসকদের মধ্যে ২য় এবং ব্রিটিশ সামরাজ্যে  ইতিহাসে প্রথম। তিনি মোট ৭০ বছর ২১৪ দিন সিংহাসনে ছিলেন এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার ৪ সন্তানের মধ্যে প্রথম সন্তান চার্লস ফিলিপ আর্থার জর্জ (তৃতীয় চার্লস)  উত্তরাধিকারী হিসেবে ব্রিটিশ সিংহাসনে স্থলাভিষিক্ত হয়েছেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD