জমির মালিকরা জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার পুঠিয়াবাড়ি, রায়পুর, বিয়াড়া, বড় পিয়ারী, বেলুটিয়া, মোরগ্রাম, ছোটপিয়ারী ও বনবাড়িয়া মৌজার ১০৮১.৭০ একর জমি নিয়ে অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবনা দিয়ে মাটি ভরাটের কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু এখনও এসব জমি অধিগ্রহণ করা হয় নাই। বিগত ৫ বছর যাবত জেলা প্রশাসনের পক্ষ থেকে সিএস, এসএ ও আরএস খতিয়ানে রেকর্ডভুক্ত জমির মালিকদের পাওনা টাকা পরিশোধ করার আশ্বাস দিয়ে সমস্ত কাগজপত্র জমা নিয়েছেন।
কিন্তু টাকা পরিশোধ করছেন না। তারা বলেন, পরপর তিনজন জেলা প্রশাসক ভূমির দাম পরিশোধের আশ্বাস দিলেও কেউ কথা রাখেনি। এ অবস্থায় জমির মালিকরা শুধু আশ্বাস নয় দ্রুত জমির দাম পরিশোধ করার দাবীতে আজ তারা জমি ভরাট কাজে ব্যবহৃত বিভিন্ন মেশিনারীজ বন্ধ করে দেন এবং বিক্ষুব্ধ জমির মালিকরা অবস্থান কর্মসূচি পালন করেন।
পরে মাটি ভরাট কাজে নিয়োজিত সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বাসের প্রেক্ষিতে অবস্থান কর্মসূচি থেকে সড়ে দাঁড়ান। তবে অবিলম্বে দাবী বাস্তবায়ন না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের হুশিযারী দেয় তারা
Leave a Reply