1. sm.khakon@gmail.com : bkantho :
জামালপুরে জাতীয় শোক দিবস পালিত - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন

জামালপুরে জাতীয় শোক দিবস পালিত

মোঃ ছামিউল ইসলাম,জামালপুর
  • মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৭১ বার পড়া হয়েছে
জামালপুরে জাতীয় শোক দিবস পালিত
জামালপুরে জাতীয় শোক দিবস পালিত। ছবিঃ বাংলা কণ্ঠ
সারা দেশের ন্যায় জামালপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী আয়োজন করা হয়েছে।
সোমবার (১৫আগষ্ট) সকালে জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন,জেলা প্রশাসক শ্রাবস্তী রায়,পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমূখ। এছাড়াও সদর উপজেলার বিভিন্ন স্থানে অসহায়ের মাঝে তবারক বিতরন করেন।
অপরদিকে মেলান্দহে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন  উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাফিল হয়েছে। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইন্জিনিয়ার কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ থানা অফিসার ইনচার্জ  মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক জিন্নাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার, প্রমুখ। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে সুর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিত জাতীয় পাতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাঙ্গণ প্রতিযোগীতা, খাবার বিতরণসহ নানা কর্মসূচী আয়োজন করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD