1. sm.khakon@gmail.com : bkantho :
স্বাধীন খালিস্তান রাষ্ট্রের দাবীতে লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে শিখদের বিক্ষোভ - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন

স্বাধীন খালিস্তান রাষ্ট্রের দাবীতে লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে শিখদের বিক্ষোভ

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে
  • সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে
স্বাধীন খালিস্তান রাষ্ট্রের দাবীতে লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে শিখদের বিক্ষোভ
স্বাধীন খালিস্তান রাষ্ট্রের দাবীতে লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে শিখদের বিক্ষোভ। ছবিঃ বাংলা কণ্ঠ

ভারতের স্বাধীনতা দিবসে লন্ডনে বসবাসরত বিচ্ছিহ্নতাবাদী  একটি গোষ্টী ওয়াল্ড শিখ পার্লামেন্ট, খালিস্তান টাইগার ফোর্স,  খালিস্থান লিবারেশন মোভমেন্ট, কনসোল অব কাশ্মির এবং তেহরিকি কাশ্মিরীরের ব্যানারে লন্ডন্থ ইন্ডিয়ান হাইকমিশসের সামনে খালিস্থান এবং কাশ্মিরের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ করেছে।

এসময় বিক্ষোভকারীরা ‘’ খালিস্থান জিন্দাবাদ’- ইন্ডিয়া  মুরদাবাদ শ্লোগান দেয়।  বিক্ষোভ সমাশে বক্তারা বলেন আমরা কোন দিনই ১৫ই আগষ্টকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে মানিনা। আর একারণেই আমরা প্রতিবছর দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে আসছি।

আমরা চাই স্বাধীন খালিস্তান এবং স্বাধীন কাশ্মির। এসময় সমাবেশকারীরা বিভিন্ন ধরনের ব্যানার এবং ফেষ্টুন বহন করে। অন্যান্য বছর কয়েক শত সমাবেশকারীকে দেখা গেলেও এবছর  বিক্ষোভ কারীর সংখ্যা ছিল খুবই কম, শিশু-নারী পুরুষ  মিলিয়ে ১৫০ থেকে ২০০জনের ভেতর।

অন্যবছর কাশ্মিরীদের দেখা গেলেও  এবছর কোন কাশ্মিরী পুরুষ দেখা যায়নি।  কাশ্মিরের পতাকা হাতে সমাবেশে অংশ নেন তিন  থেকে চারজন কাশ্মিরী নারী।  তবে এদের কেউই ভারত অধ্যুসিত জম্মু কাম্মিরের নয়, সকলেই পাকিস্তান অধ্যুসিত আজাদ কাশ্মিরের অধিবাসি। সমাবেশে বক্তব্য রাখেন দিুরপিন্দরজিত শিং, মনপ্রিত শিং, পরমতজিত শিং, রঞ্জিত শিং এবং তেহরিকি কাশ্মিরের নেত্রী রেহানা পারভিন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD