1. sm.khakon@gmail.com : bkantho :
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতিসঙ্ঘ মানবাধিকার প্রধানের শ্রদ্ধা - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতিসঙ্ঘ মানবাধিকার প্রধানের শ্রদ্ধা

বাংলা কণ্ঠ ডেস্কঃ
  • সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৩৯ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতিসঙ্ঘ মানবাধিকার প্রধানের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতিসঙ্ঘ মানবাধিকার প্রধানের শ্রদ্ধা। ছবিঃ সংগৃহীত

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সফররত জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট।

সোমবার দুপুর ১২টায় ধানমন্ডি ৩২-এ তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম।

জাতিসঙ্ঘের মানবাধিকার প্রধান সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। তিনি পুরো জাদুঘর ঘুরে দেখেন এবং প্রতিমন্ত্রী তাকে ব্রিফ করেন।

ব্যাচলেট দুই দফায় (২০০৬-২০১০ এবং ২০১৪-২০১৮) চিলির নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সাক্ষাত করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের পর বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে তরুণদের সাথে ‘নিউ ফ্রন্টিয়ার্স অব হিউম্যান রাইটস : ক্লাইমেট জাস্টিস ইন পারস্পেকটিভ’ বিষয়ক একটি ইন্টারেক্টিভ সেশনে যোগ দেবেন ব্যাচলেট।

রোববার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ সরকারের মন্ত্রিসভার সদস্যদের সাথে বৈঠক করেন তিনি। ব্যাচলেট তার সফর শেষে বুধবার একটি বিবৃতি দেবেন বলে জানা গেছে। ঢাকায় অবস্থানকালে তিনি জাতীয় মানবাধিকার কমিশন, যুব প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং শিক্ষাবিদদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে।

চার দিনের সফরে রোববার সকালে ঢাকায় পৌঁছেন ব্যাচলেট।

সূত্র : ইউএনবি

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD