
নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উদযাপন এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্ম বার্ষিকী পালন ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২ আগষ্ট মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে উপজেলা সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন,উপজেলা শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, মেডিকেল অফিসার রাকিবুল ইসলাম নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল,পজিপ কর্মকর্তা সাকিল আহমেদ,মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌস,ডা: আজিজুল হক, মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকী,ইউপি চেয়ারম্যান নির্মুলেন্দু দাশ রানা,হাবিবুর রহমান হাবিব,শাহরিয়াজ নাদির সুমন,রঙ্গলাল দাশ প্রমূখ।
সভায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস অনুষ্টান যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply