1. sm.khakon@gmail.com : bkantho :
সহজকে ২ লাখ টাকা জরিমানার আদেশ হাইকোর্টে স্থগিত - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন

সহজকে ২ লাখ টাকা জরিমানার আদেশ হাইকোর্টে স্থগিত

বাংলা কণ্ঠ ডেস্কঃ
  • রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৪৭ বার পড়া হয়েছে
সহজকে ২ লাখ টাকা জরিমানার আদেশ হাইকোর্টে স্থগিত
সহজকে ২ লাখ টাকা জরিমানার আদেশ হাইকোর্টে স্থগিত। ছবিঃ সংগৃহীত

রেলের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলনরত ঢাবি ছাত্র মহিউদ্দিন রনির অভিযোগের পরিপ্রেক্ষিতে সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

রোববার হাইকোর্টের বিচারপতি মোঃ খসরুজ্জামান ও বিচারপতি মোঃ ইকবাল কবির লিটনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

গত ২০ জুলাই অভিযোগকারী মহিউদ্দিন রনির উপস্থিতিতে টিকিট বুকিং অপারেটর সহজ ডটকমের বিরুদ্ধে গ্রাহক অবহেলার প্রমাণ পাওয়ায় দুই লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিফতরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান জানান, সহজকে পাঁচ কার্যদিবসের মধ্যে দুই লাখ টাকা পরিশোধ করতে বলা হয়েছে। জরিমানার ২৫ শতাংশ পাবেন অভিযোগকারী।

এর আগে ৭ জুলাই থেকে রেলওয়ের অব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ে ছয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। প্রথমে এককভাবে করলেও পরবর্তীতে তার এ আন্দোলন দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD