1. sm.khakon@gmail.com : bkantho :
মেলান্দহে নদী ও জীববৈচিত্র সংরক্ষণ শীর্ষক আলোচনা সভা - বাংলা কণ্ঠ নিউজ
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন

মেলান্দহে নদী ও জীববৈচিত্র সংরক্ষণ শীর্ষক আলোচনা সভা

জামালপুর সংবাদদাতা
  • শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ১২১ বার পড়া হয়েছে
মেলান্দহে নদী ও জীববৈচিত্র সংরক্ষণ শীর্ষক আলোচনা সভা
মেলান্দহে নদী ও জীববৈচিত্র সংরক্ষণ শীর্ষক আলোচনা সভা।
জাতী মৎস্য সসপ্তাহ২০২২ উপলক্ষে জামালপুরের  মেলান্দহে নদী ও জীববৈচিত্র সংরক্ষণ শীর্ষক আলোচনা সভা ২৯ জুলাই সন্ধ্যা ৭টায় টুপকারচর বাজার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
 ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের অনুষ্ঠানের শুভ সূচনা করেন-মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আলহাজ সৈয়দ হারুন অর রশিদ।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প  পরিচালক-নিরাপত্ত্বা বিশ্লেষক এবং নদী গবেষক অবসরপ্রাপ্ত কর্ণেল  কাজী শরিফ উদ্দিন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
রিভার ডিফেন্ডার্স ক্লাব, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি ও বঙ্গমাতা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি যৌথভাবে এর আয়োজন করে।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক/নিউ নেশনের সংবাদদাতা মো. শাহ্ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন-বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের মৎস্য বিভাগের শিক্ষক, আন্তর্জাতিক গবেষক, নদী বিশেষজ্ঞ ড. মাহমুদুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ সৈয়দ হারুন অর রশিদ, প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, শহীদ সমর থিয়েটারের সভাপতি-ভোরের কাগজের প্রবীন সাংবাদিক রেজাউল করিম লেবু মাস্টার, রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি-খবরপত্রের প্রতিনিধি ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক-খোলাকাগজের প্রতিনিধি মুত্তাছিমবিল্লাহ, বঙ্গমাতা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি-দৈনিক অধিকারের প্রতিনিধি ও গবেষক শিক্ষার্থী আলফাহাদ, এবং ফজলুল হক মেম্বার প্রমুখ।
নদী ও প্রকৃতি রক্ষায় স্বরচিত কবিতা পাঠ করেন মিজানুর রহমান। অনুষ্ঠান গ্রন্থনা ও পরিচালনা করেন- রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক-বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি ফরিদুল ইসলাম, সংবাদ পত্রিকা প্রতিনিধি মোঃ ছামিউল ইসলাম এবং রিভার ডিফেন্ডার্স ক্লাবের-গবেষক শিক্ষার্থী কাওসার আহমেদ সুকর্ণ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD