সবর্স্তরের উলামায়ে কেরামের পক্ষ থেকে বানিয়াচংয়ের বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেনকে সংবর্ধনা দেয়া হয়েছে।
২৫ জুলাই সোমবার বিকালে ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদ হলরুমে বানিয়াচং উপজেলার সর্বস্তরের আলেমদের পক্ষথেকে দেয়া সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন আল্লামা আব্দুল বাসিত আজাদ (বড় হুজুর)। মাওলানা মসিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মুফতী কাজী আতাউর রহমান,সিনিয়র ফাজিল মাদরাাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন নবাগত অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, মাওলানা শায়খ আব্দুল ওয়াদুদ,দারুল কোরআন মাদরাসার মুহতামিম মাওলানা মজিবুর রহমান, আদমখানী মহিলা মাদরাসার মুহতামিম মুফতী আমীর আহমদ, মুফতী মুবাশ্বির আহমদ, মাওলানা আশরাফ আলী, বাসিয়াপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ শফিকুর রহমান, মাওলানা শেখ বশির আহমদ, মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা জাফর আহমদ সিরাজী, হাফিজ মাওলানা তাওহিদুল ইসলাম, মাওলানা জিয়াউল হক খান, মাওলানা ফারুক আহমদ আনসারী,মাওলানা সামায়ূন কবির,হাফিজ মাওলানা বশির উদ্দিন, মাওলানা ইমরান আহমদ উসমানী, মাওলানা শাহজাহান, মাওলানা রিয়াদ আল আসাদ প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply