1. sm.khakon@gmail.com : bkantho :
নড়াইল-যশোরে হিন্দুসম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে লন্ডনে মানববন্ধন - বাংলা কণ্ঠ নিউজ
June 5, 2023, 8:49 pm

নড়াইল-যশোরে হিন্দুসম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে লন্ডনে মানববন্ধন

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে
  • শনিবার, জুলাই ২৩, ২০২২
  • 0 Post View
নড়াইল-যশোরে হিন্দুসম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে লন্ডনে মানববন্ধন

যশোর ও নড়াইলে হিন্দুসম্প্রদায়ের উপর  সাম্প্রদায়িক হামলা ও শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে লন্ডনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কয়েকটি সামাজিক –সাংস্কৃতিক  ও মানবাধিকার সংগঠন।

২২ জুলাই শুক্রবার লন্ডন সময় সন্ধ্যে ছয় ঘটিকায় ইষ্টলন্ডনের আলতাব আলী পার্কে একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটি যুক্তরাজ্য শাখা, সম্পৃতি কনসার্ট ইউকে, বাউল শাহ আব্দুল করিম এ্যাডুকেশনাল এন্ড ক্যালচারাল সেন্টার ইউকে, ওম শান্তি এ্যাসোসিয়েশন, ইউনাইটেড হিন্দু ক্যালচারাল এ্যাসোসিয়েশন, শ্রী শ্রী লোকনাথ ভক্ত এ্যাসোসিয়েশন, ইউনাইটেড কিংডম হিন্দু ওয়েল  ফেয়ার এ্যাসোসিয়েশন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ এ্যাসোসিয়েশন (এসবিএম), সনাতন এ্যাসোসিয়েশন (সিপিআরএমবি), এর যৌথ আয়োজনে প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করে  মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাজ্য শাখা, শেখ মুজিব রিসার্স সেন্টার ইউকে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সদস্যরা সমাবেশে অংশ নেন।

প্রবীণ রাজনীতিবিদ  যুক্তরাজ্য আওয়ামীলীগ  নেতা দেওয়ান গৌস সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন সাম্প্রদায়িক গোষ্ঠিী বাংলাদেশ থেকে হিন্দু নির্মুল করতে চায়, এরই ধারা বাহিকতায় এমান্বয়ে দেশের বিভিন্ন  স্থানে প্রতিনিয়তই এসব হামলার ঘটনা ঘটছে। এর অন্যতম কারণ বিচার হীনতা এবং ধর্মীয় রাজনীতি। বক্তারা  ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ , দেশের সংখ্যালঘুদের রিরাপত্তায়  সংখ্যালঘু মন্ত্রণালয়  ও আইন সংস্কারের দাবী জানান।

সেই এজাতীয় হামলার বিচার পাঁচ সপ্তারের মধ্যে শেষ  করা দাবী জানান। শুরুতে গণসঙ্গীত  পরিবেশন করেন ব্রিটেনের জনপ্রিশ সঙ্গীত শিল্পি জোববায়ের সোহেল,  সমাবেশে বক্তব্য রাখেন যুক্তিযোদ্ধা লোকমান হোসেন, সাংবাদিক মতিয়ার চৌধুরী, মানবাধিকার নেতা আনরাস আহমেদ উল্লাহ, যুক্তরাজ্য যুবলীগ নেতা জামাল আহমদ খান, ঘাতক-দালাল নির্মুল কমিটির সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, কাউন্সিলার পুষ্পিতা গুপ্তা,

যুক্তরাজ্য জাসদের সভাপতি প্রবীণ সাংবাদিক এ্যাডভোকেট হারুনুর রশিদ, সাংস্কৃতিক কর্মী ও মানবাধিকার নেতা এ্যাডভোকেট মুজিবুল হক মণি, সাহিত্যিক ময়নুর রহমান বাবুল, সাংবাদিক বুলবুল হাসান, সাংবাদিক সুশান্ত দাস, এম.এ. আজিজ, রফিকুল হাসান খান জিন্নাহ, নারী নেত্রী সৈয়দা নাজনিন সুলতানা শিখা, সাংস্কৃতিক কর্মি স্মৃতি আজাদ, সাবেক কাউন্সিলার আহবাব হোসেন, মুনিরা পারভিন, প্রশান্ত দাষ প্রমুখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD