1. sm.khakon@gmail.com : bkantho :
দেবিদ্বারে সুফিয়া-আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৭:০৮ অপরাহ্ন

দেবিদ্বারে সুফিয়া-আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দেবিদ্বার প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৬১ বার পড়া হয়েছে
দেবিদ্বারে সুফিয়া-আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
শিক্ষার্থীদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠায় উদ্বুদ্ধ করতে কুমিল্লার দেবিদ্বারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সকালে সুফিয়া-আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে দেবিদ্বার উপজেলার প্রেমু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুফিয়া-আজিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার সভাপতি এ এইচ এম তরিকুল ইসলাম।
বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের মহাসচিব মোঃ আবুল হাসনাত, সোনালী ব্যাংকের এজিএম শাহাজান সিরাজ, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সহকারী
পরিচালক মোঃ রুহুল আমিন, চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলাম, ফাউন্ডেশনের পরিচালক আব্দুল আউয়াল মাষ্টার, প্রেমু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরীন আক্তার, ডাচ বাংলা ব্যাংক রাজেন্দ্রপুর শাখার ব্যবস্থাপক এমরুল হাসান প্রমুখ। এসময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে সবার আগে তাকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। নৈতিকতার শিক্ষা দিতে হবে। কেননা আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই।
নীতিহীন এবং মূল্যবোধহীন শিক্ষার সনদ চাকুরি দিতে পারে, কিন্তু প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না।’ অনুষ্ঠানে আলোচনা শেষে বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া কৃতি শিক্ষার্থীদেরকে সুফিয়া-আজিজ ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা জেলা শাখার পক্ষ থেকে প্রয়াত সমাজসেবক আব্দুল আজিজ মাস্টারকে যুগ শ্রেষ্ঠ সফল জনক মরণোত্তর সম্মাননা পদক-২০২২ প্রদান করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD