
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও অর্থ তহবিল হতে সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদের প্রচেষ্ঠায় ক্যান্সার, কিডনী, হার্টের রোগীসহ জটিল রোগে আক্রান্ত নবীগঞ্জ ও বাহুবল উপজেলার ১১জন রোগীর মাঝে ৪ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ জুলাই) সংসদ সদস্য মিলাদ গাজীর বাসভবনে এ চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোহিত চৌধুরীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত ও যুবলীগ নেতা অনু আহমেদের যৌথ স ালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ।
বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রবিন্দ্র কুমার পাল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক শাহ গোল আহমেদ কাজল, দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক ফজলুল করীম, ফরিদ গাজী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহিতুর রহমান রনি, আওয়ামী লীগ নেতা ছুরুত আলী, সদর মিয়া, নুরুল ইসলাম, অয়তুন মিয়া, ছাত্রলীগ নেতা ইমরান তালুকদার প্রমুখ। পরে সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ও আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply