1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন কারদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন

নবীগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন কারদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)
  • শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে
নবীগঞ্জে রশময় শীলের স্নরন সভা অনুষ্টিত
নবীগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী খালেকুজ্জামান লায়েক(৪৫) কে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ। ধৃত লায়েক নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের সাবাজপুর গ্রামের মৌলানা মুহিবুর রহমানের পুত্র।
পুলিশ সূত্র জানায়,২০১৫ সালের সিলেট জালালাবাদ থানায় দায়েরকৃ একটি হত্যা মামলায় খালেকুজ্জামান লায়েকের যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা হয়। এরপর থেকে সে পলাতক ছিল।
৭ জুলাই বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদের নির্দেশে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কাওসার আলমের সার্বিক সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ ফাঁড়ির এএসআই লোকেশ দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় কৈলাশগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ডালিম আহমেদ।
এ ছাড়া ৬ জুলাই ঘটিকায় নবীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করিয়া নবীগঞ্জ পৌরসভাধীন নহরপুর সাকিনস্থ এরশাদ আলীর বাড়ীর গেইটের সামনে রাস্তার উপর হইতে ৯৮০ গ্রাম গাঁজা ও ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামি ১। আমিনুর রহমান (৪০), পিতা-মৃত আবিদ উল্লাহ, সাং-গুজাখাইর, ২। মোঃ বশর মিয়া (৪২), পিতা-আঃ মন্নফ, সাং-নহরপুর, উভয় থানা-নবীগঞ্জ,  জেলা-হবিগঞ্জদের গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উক্ত বিষয়ে নবীগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নং-০৬, তাং-০৭/০৭/২২ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) সারণির১৯(ক) এবং ৩৬(১) সারণির ১০(ক)।
তাছাড়া ০৬/০৭/২২ইং তারিখ নবীগঞ্জ থানা পুলিশ বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করিয়া ৩। জিআর-১৭০/২০(বানি) মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামি মোঃ রাসেল মিয়া,  পিতা-আঃ রউফ, সাং-ইমামবাড়ী থেকে সিআর-৪০৫/২১(নবী) এবং জিআর-৩৫/২১( নবী) মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামি আলেক মিয়া,  পিতা-আঃ কাদির, সাং-ঘোলডুবা,
 সিআর-১৯৫/২২(নবী) মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মোঃ হাই, পিতা-মৃত
ওয়াকিব উল্লা, সাং-বাউরকাপন, নারী ও শিশু -২৯/২২ মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মাহমুদ মিয়া,  পিতা-আঃ আহাদ, সাং-রতনপুর, সর্বথানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জসহ
নবীগঞ্জ থানার মামলা নং-০৪, তাং-০৬/০৭/২২ইং, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩৭৯/৩৮০/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড এর এজাহার নামীয় আসামি  রেহান উদ্দিন (৩০), কামরান উদ্দিন (২৪), উভয় পিতা-ইসলাম উদ্দিন, সাং-কাজিরগাও, থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জসহ মোট ০৮ জন আসামিকে গ্রেফতার পূ্র্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নবীগঞ্জে মেয়েকে রাস্তায় উত্যক্ত করার অপরাধে
ভ্রা্যমান আদালতে  যুবকের কারাদন্ড
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার অভয়নগর এলাকায় দুজন মেয়েকে উত্যক্ত করার অপরাধে ওসানী সড়কের কুদরত আলীর পুত্র  শাফি আহমদ (১৯) কে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার( ভূমি) জনাব উত্তম কুমার দাশ।  এ সময় এস আই আমির হামজার নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD